মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে ভ্রাম্যমাণ সংগীত অনুষ্ঠানের আয়োজন

প্রকাশিত : ডিসেম্বর ১৫, ২০২২ , ৭:১০ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ১৬ ডিসেম্বর মহান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর শুক্রবার রাজধানীতে ট্রাকযোগে দিনব্যাপী ভ্রাম্যমাণ সংগীত অনুষ্ঠানের আয়োজন করেছে। কর্মসূচির আওতায় সংগীত শিল্পীদের বহনকারী একটি ট্রাক শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থান- প্রেসক্লাব, টিএসসি, শাহবাগ মোড়, ফার্মগেট, ধানমন্ডি ৩২ নম্বর, মিরপুর, এফডিসি ঘাট, তেজগাঁও সাতরাস্তার মোড়, কুনিপাড়া, বেগুনবাড়ি, মেরুল বাড্ডা, গুলশান পুলিশ প্লাজায় সংগীত পরিবেশন করবে। সন্ধ্যায় তেজগাঁও হাতির ঝিলে অনুষ্ঠিত হবে সমাপনী পর্ব। গণযোগাযোগ অধিদপ্তরের নিজস্ব সংগীতশিল্পী, যন্ত্রশিল্পী এবং অতিথি শিল্পীবৃন্দ ভ্রাম্যমাণ সংগীত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। শিল্পীরা দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধের গান পরিবেশন করবেন। রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তর থেকে দিনব্যাপী এ ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানের উদ্বোধন করবেন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন। অধিদপ্তরের প্রচার ও সমন্বয় শাখা সার্বিক তত্ত্বাবধান করবে। উল্লেখ্য, বিজয় দিবস উদ্যাপনের অংশ হিসেবে গণযোগাযোগ অধিদপ্তর নিয়মিত কার্যক্রম ছাড়াও জেলা ও উপজেলা তথ্য অফিসের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করবে।

[wps_visitor_counter]