সিরাজগঞ্জ রাণীগ্রাম হার্ট পয়েন্ট ৩ দিনব্যাপী ইজতেমা

প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২২ , ৯:৫৩ পূর্বাহ্ণ

সংগৃহীত চিত্র।

উত্তরাঞ্চল প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সিরাজগঞ্জের রাণীগ্রাম হার্ট পয়েন্ট শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ইজতেমা। দেশ বিদেশ থেকে আগত লাখো মুসুল্লিদের সমাবেশ ঘটেছে এই ইজতেমায়। সমাবেশে শুক্রবার বাদ ফজর থেকে জুম্মার নামাজের আগ পর্যন্ত কোরআন ও হাদিসের আলকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা রুহুল আমিন। জুমার নামাজ থেকে বাদ আসর পর্যন্ত ইমান ও আমলের উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, মুক্তি মাওলানা ওছামা। বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত ইমান ও আমলের উপরে গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন, ডাঃ রফিকুল ইসলাম। মাগরিব থেকে আল্লাহ পাকের নেজা বন্ধি হাছিল, ইমান ও আমলের উপরে গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন, ওছিবুল ইসলাম। অত্র ইজতেমায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের চেয়ারম্যান এবং দৈনিক ভোরের পাতা, (The daily peoples time’s) পত্রিকার সম্পাদক ডঃ কাজী এরতেজা হাসান সাহেবসহ দেশ বিদেশ থেকে আগত নেত্রী-বৃন্দসহ ধর্মপ্রাণ লাখ মুসুল্লিগন।

[wps_visitor_counter]