শিবগঞ্জে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৩ , ৯:১৩ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জে আয়েশ উদ্দিন (৭০) নামে এক পরিবারের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ তিনজন। এ নিয়ে শনিবার বিকালে আয়েশ উদ্দিন বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভোলামারী চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ভোলামারী চাঁদপুর গ্রামের দিলালপুর মৌজায় টিন সেডের তিনটি ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন আয়েশ উদ্দিসহ ও তার পরিবার। এ সময় জমি জবর দখলের উদ্দেশ্যে রাত সাড়ে ১০টার দিকে ১৮-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওই বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ভাঙচুর করা হয় বিভিন্ন আসবাবপত্র। এ ঘটনায় আহন হন আয়েশ উদ্দিন, স্ত্রী আলাতারা বেগম (৬০) ও ছেলে রবিউল ইসলাম (৩৮)। আয়েশ ও আলাতারাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে গুরুত্বর আহত রবিউল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তবে প্রতিপক্ষ হুমায়ন ও লালুর সঙ্গে যোগাযোগ করে তাদের মন্তব্য মেলেনি। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। পৈত্রিক সম্পত্তি নিয়ে প্রতিপক্ষ হামলা চালিয়েছে। ঘটনাটি পুরো তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

[wps_visitor_counter]