বোনম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট অনকোলজি ফার্মাসি এবং ওমনিস অটোমেটেড আইএইচসি মেশিনের উদ্বোধন

প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ১২:১১ পূর্বাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রবিবার রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের আবদুল গাফফার চৌধুরী মিলনায়তনে বিশ্ব ক্যান্সার দিবস-২০২৩ উদযাপন এবং বোনম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটের নির্মাণ কাজ, অনকোলজি ফার্মাসি এবং ওমনিস অটোমেটেড আইএইচসি মেশিনের উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যান্সার চিকিৎসার অত্যন্ত জরুরি এই সেবাসমূহের উদ্বোধন করেন। ‘বৈষম্য কমায় ক্যান্সার সেবায়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোঃ নিজামুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ এবং সভাপতি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ টিটো মিঞা, বিএমএ’র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. মোঃ জামালউদ্দিন চৌধুরী, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান (মিলন)। অনূষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেডিয়েশন অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রনদা প্রসাদ রায়। অনুষ্ঠানে মন্ত্রী স্বাস্থ্য ক্ষেত্রে বর্তমান সরকারের নেয়া জনকল্যাণমূলক কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অঙ্গীকারবদ্ধ। ইতিমধ্যে এই খাতে ব্যাপক উন্নতি হয়েছে। বর্তমান সরকারের আমলেই ৫০ শয্যার ক্যান্সার হাসপাতাল পর্যায়ক্রমে রূপান্তরিত হয়ে ৫০০ শয্যায় পৌঁছেছে। বিপুল সংখ্যক ক্যান্সার রোগীর দ্রুত কাক্সিক্ষত সেবা নিশ্চিত করতে সরকার দেশের আটটি বিভাগীয় শহরে আটটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ শুরু করেছে যেখানে ক্যান্সারের পাশাপাশি হৃদরোগ, লিভার এবং কিডনির চিকিৎসাও হবে। মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ স্বাস্থ্যক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে। দেশ সংক্রামক ব্যাধি মোকাবিলায় সফল হয়েছে। সরকার এখন চেষ্টা করছে ক্যান্সার চিকিৎসায় বৈষম্য দূর করতে। হাসপাতালের জন্য শীঘ্রই নতুন একটি সিটি স্ক্যান, ব্র্যাকিথেরাপী মেশিন প্রদান করা হবে। ক্যান্সার থেকে বাঁচতে তিনি তামাকের ব্যবহার কমাতে বলেন। এর আগে মন্ত্রী বোনম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটের নির্মাণ কাজ, অনকোলজি ফার্মেসী এবং ওমনিস অটোমেটেড আইএইচসি মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

[wps_visitor_counter]