নান্দাইলে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৮, ২০২৩ , ১০:১৮ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের নান্দাইলে সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক ওরফে রেজাক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাজ্জাক ওই গ্রামের মৃত মাইজ উদ্দীনের ছেলে। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামের আওয়ালের ছেলে আলম মিয়া একই উপজেলার খারুয়া ইউনিয়নের জামতলা গ্রামে বিয়ে করেন। বিয়ের পর থেকে আলম মিয়ার সঙ্গে তার স্ত্রী’র ঝগড়া ও পারিবারিক কলহ লেগেই থাকতো। রাত ১০টার দিকে পারিবারিক কলহ মীমাংসার জন্য স্থানীয় মধুপুর বাজারে সালিশ হয়। তবে সালিশে কোনও সমাধান না হওয়ায় উভয় পক্ষ বাড়ি ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে গ্রামে এসে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষে জড়ায়। এ সময় দু’পক্ষের সংঘর্ষ মেটাতে আসেন আব্দুর রাজ্জাক ওরফে রেজাক। কিন্তু এক পর্যায়ে প্রতিপক্ষের দায়ের কোপে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্বজনরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

[wps_visitor_counter]