শিবগঞ্জে অনলাইন প্লাটফর্মে নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত : মার্চ ১০, ২০২৩ , ১২:০৩ পূর্বাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জে অনলাইন প্লাটফর্ম জুমে নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও শিবগঞ্জ তথ্যকেন্দ্র আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য আপা কর্মকর্তা ফৌজিয়া আকতার, প্রশিক্ষক রুবেল আলি, তথ্য আপা সহকারী শারমিন আক্তার ও নারেফা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজ এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে শিবগঞ্জ তথ্যকেন্দ্র সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়। তথ্যকেন্দ্রে নারীদের বিনামূল্যে প্রেসার ও ডায়াবেটিস পরিমাপ করা হয়। এতে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার সেবা দেয়া হয়। বৈঠকে ৫০ জন নারী উদ্যোক্তা অংশ নেয়।

[wps_visitor_counter]