নানা কর্মসূচীর মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত : মার্চ ২৬, ২০২৩ , ১০:৪০ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সংসদ সদস্যগণ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন সমূহ, জেলা পরিষদ, জেলা আইনজীবী সমিতি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, জাতীয় মহিলা সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পার্ঘ অর্পণ করে। সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম-পিপিএম বার, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিনসহ বিভিন্ন প্রতিষ্ঠান শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করেন। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে প্রতিটি উপজেলায় নানা কর্মসূচি পালিত হচ্ছে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের আয়োজনে।

[wps_visitor_counter]