বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন এর সংশোধিত তফসিল ঘোষণা

প্রকাশিত : মার্চ ২৮, ২০২৩ , ৯:৩৮ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা, মহানগর ও উপজেলা কমান্ডসমূহের নির্বাচন ২০২২-২৩ এর সংশোধিত নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটার তালিকা প্রকাশ: খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় ১৯ মার্চ; খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী করা হয় ২২ মার্চ; দাবি, আপত্তি ও সংশোধনী নিষ্পত্তি ৩০ মার্চ; চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৫ এপ্রিল। নির্বাচনি তফসিল: মনোনয়নপত্র বিতরণ ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল; মনোনয়নপত্র দাখিল ১০ এপ্রিল; মনোনয়নপত্র বাছাই ১১ এপ্রিল; প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ এপ্রিল; আপিল নিষ্পত্তি ১৬ এপ্রিল; মনোনয়নপত্র প্রত্যাহার ১৭ এপ্রিল; চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৮ এপ্রিল; প্রতীক বরাদ্দ ২৭ এপ্রিল; ভোট গ্রহণ ২০ মে ২০২৩। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রঞ্জিত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[wps_visitor_counter]