চাঁপাইনবাবগঞ্জে অসহায় দুঃস্থদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : জানুয়ারি ১০, ২০২৪ , ৭:৫৯ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার (১০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও সদর দপ্তর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের অধীনস্থ ৯ বীর (মেকানাইজড) শীতবস্ত্রগুলো বিতরণ করে। এসময় ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা, ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি। এসময় আরও উপস্থিত ছিলেন, ৯ বীর (মেকানাইজড) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান, পিএসসি। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

[wps_visitor_counter]