মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৬ ফেব্রুয়ারি

প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৪ , ৯:০৪ অপরাহ্ণ

খুলনা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে শিশু চিত্রকর্ম প্রদর্শনীতে প্রদর্শনের জন্য বাংলাদেশ শিশু একাডেমি, কেন্দ্রীয় কার্যালয় শিশুদের আঁকা চিত্রকর্ম আহ্বান করেছে। চিত্রকর্ম প্রদর্শনীতে যাতে খুলনার শিশুদের আঁকা চিত্রকর্ম স্থান পায় সে লক্ষ্যে আগামী ৬ ফেব্রুয়ারি বিকাল তিনটায় বাংলাদেশ শিশু একাডেমি, খুলনা জেলা কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা: ক-বিভাগ: নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি, খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এবং ঘ-বিভাগ: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য। সকল বিভাগের চিত্রকর্মের বিষয়: ভাষা আন্দোলন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল বিভাগের মাধ্যম: উন্মুক্ত। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুলনা শিশু একাডেমি শুধু কাগজ সরবরাহ করবে, অন্যান্য প্রয়োজনীয় উপকরণ শিশুদের সঙ্গে আনতে হবে।

[wps_visitor_counter]