পঞ্চগড়ে ভাঙ্গারির দোকান থেকে মর্টার শেল সাদৃশ্য বস্তু উদ্ধার

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৪ , ৭:৩৪ অপরাহ্ণ

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে এক ভাঙ্গারির দোকান থেকে একটি মর্টার-শেল সাদৃশ্য বস্তু উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের শিপাইপাড়া বাজারে মেসার্স রুপা ট্রেডার্স নামে এক ভাঙ্গারির দোকানে বস্তুটি দেখতে পায় স্থানীয়রা। এ নিয়ে স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে। বর্তমানে বস্তুটিকে বালু ভর্তি বস্তায় চাপা দিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে । সূত্রে জানা যায়, রাতে ভাঙ্গারির দোকানে বাংলাবান্ধা থেকে কিছু লোহা কিনতে আসে এক ব্যক্তি। এসময় বস্তুটিকে দেখতে পেয়ে সন্দেহ হয় ওই ব্যক্তির। পরে গত বছরের ডিসেম্বরে (২০২৩) পাওয়া একটি মর্টার-শেলের ছবির সাথে বস্তুটি মিলিয়ে দেখে নিশ্চিত হন। এরপর থেকে সকলের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। পরে ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ ও বিজিবিকে খবর দেয়া হয়। পরে পুলিশ প্রশাসনের লোক এসে বস্তুটিতে চিহ্নিত করে একটি বস্তায় বালু দিয়ে বস্তুটি বালু চাপা দিয়ে দোকানের এক সাইটে রেখে তালাবন্দী করেছে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, খবর পয়ে বস্তুটি ভাঙ্গারির দোকানে নিরাপদ স্থানে রাখা হয়েছে। বস্তুটি মর্টার-শেল সাদৃশ্য। এ ঘটনায় সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমকে জানানো হয়েছে।

[wps_visitor_counter]