বিরামপুরে পরিবেশ রক্ষায় বন সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : মার্চ ৫, ২০২৪ , ১০:০৭ অপরাহ্ণ

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিরামপুরে পরিবেশ রক্ষায় বন সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে সামাজিক বন বিভাগ দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য কর্মকর্তা কাওছার আলি। প্রধান অতিথি পৌর মেয়র আক্কাস আলীর উপস্থিতিতে প্রধান আলোচক হিসেবে দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা নূরুন্নাহার, জীব বৈচিত্র্যের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে সামাজিক বন সংরক্ষণ ও রক্ষায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা পালন করার আলোকে দিক নির্দেশনা বক্তব্য রাখেন, এছাড়াও অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুব্রত কুমার, চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার, বিরামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ অনেকে। কর্মশালায় আমন্ত্রিত অতিথির মাঝে মানুষ এবং বনের মধ্য সামাজিক প্রয়োজনীয়তার আলোকে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

[wps_visitor_counter]