চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

প্রকাশিত : মার্চ ৭, ২০২৪ , ৩:৫২ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহান মুক্তিযুদ্ধের আদর্শে সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ এর নেতৃত্বে র‌্যালি বের করা হয় এবং পরবর্তীতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সকাল থেকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। অপরদিকে দিবসটি পালনে যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসূচি পালন করে জেলা প্রশাসনও। সকাল ১০ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) দেবেন্দ্র নাথ উরাঁও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, নবাবগঞ্জ সরকারি কলেজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা কারাগার, উপজেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আঞ্চলিক পাসপোর্ট অফিস, খাদ্য দপ্তর, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে, বেলা ১১ টায় কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

[wps_visitor_counter]