সুবিধা বঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

প্রকাশিত : মার্চ ২৭, ২০২৪ , ৭:০৪ অপরাহ্ণ

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সমাজের সুবিধা-বঞ্চিত ৫৫৮ জন নারীর প্রত্যেককে ১৮৩৩৩ টাকা করে মোট ১ কোটি দুই লক্ষ উনত্রিশ হাজার আট শত চৌদ্দ টাকা প্রদান করা হয়েছে। বুধবার (২৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়নে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেন।
সংস্থার এপি ম্যানেজার নরেশ মারান্ডির সভাপতিত্ব এসময় প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম, সংস্থার প্রোগ্রাম অফিসার বাটেল সরকার, অনলাইন প্রেসক্লাব সা: সম্পাদক ফরিদুল ইসলাম, সাংবাদিক আসাদ, সংস্থার অন্যান্য কর্মকর্তা সহ উপকার ভোগী নারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো: বেলায়েত হোসেন বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় আজ আপনাদের নগদ অর্থ সহায়তা করা হলো। আপনারা এই অর্থ এমনভাবে কাজে লাগাবেন যাতে আপনাদের সংসারের আয়-উন্নতি হয়, কোনভাবেই এ টাকা নষ্ট করবেন না। আলোচনা শেষে উপকার ভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

[wps_visitor_counter]