মৌলভীবাজারে জুয়ার সরঞ্জামসহ ৬জন আটক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৩ , ১২:৪৪ পূর্বাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়ারিকে আটক করা হয়েছে। রবিবার( ১২ ফেব্রুয়ারি) রাতে অভিযানে আটককৃতরা হলেন, শহীদ মিয়া (৪০), মাহাতাব আহমদ (৩৫), ফজলু মিয়া (৫০), রুবেল মিয়া (৩৩), আইয়ুব মিয়া (২৯) ও জিতু মিয়া (৩৬)। তাদের সবাই মৌলভীবাজার সদর থানা এলাকার আমতৈল ইউনিয়নের আটগাঁও গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আটগাঁও গ্রামের শহীদ মিয়ার বসত বাড়িতে অভিযান চালিয়ে ৬ জনকে জুয়া খেলারত অবস্থায় আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি তাস এবং নগদ মোট ১০৫০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত ৬ জনের বিরুদ্ধে জুয়া আইনে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা করা হয়েছে।

[wps_visitor_counter]