চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও ভাংচুর 

প্রকাশিত : মে ২২, ২০২৪ , ৫:৫৬ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা না দেওয়ায় সংখ্যালঘুর বাড়ি ঘরে হামলা ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২১ মে ২০২৪ খ্রিস্টাব্দ) দিনগত রাতে উপজেলার কুতুবপুর ব্যাপারী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ওই বাড়ির নন্দ দুলাল ভৌমিকদের সাথে কাঞ্চন ভৌমিকদের পূর্ব বিরোধ ছিল বলে জানা গেছে। সম্প্রতি নন্দ দুলাল বাড়িতে নতুন ঘর নির্মাণ শুরু করলে কাঞ্চন ভৌমিক ১২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় রাতে কাঞ্চন ভৌমিকের ছেলে অনিক ভৌমিকের নেতৃত্বের সিএনজি অটোরিকশা যোগে একদল কিশোর বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী নন্দ দুলাল জানান, আমরা এখন নিরাপত্তা-হীনতায় আছি। আবার কখন তারা হামলা করে বসে। তারা কোন শালিস দরবার মানেনা। আমরা ন্যায় বিচার চাই। স্থানীয় ইউপি সদস্য জাফর উল্লাহ স্বপন জানান, বিষয়টি নিয়ে থানায় ও আদালতে মামলা আছে। আমাদের এমপি মহোদয় সমস্যাটি সমাধান করে দিয়েছেন। এর পরও রাতের আধারে এমন হামলার ঘটনা দু:খজনক। তবে এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত কাঞ্চন ভৌমিক ও তার ছেলে অনিক ভৌমিককে বাড়িতে পাওয়া যায়নি। বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ভুক্তভোগীরা মামলা করলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[wps_visitor_counter]