স্কাউটিং সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেয়

প্রকাশিত : মার্চ ১, ২০২৪ , ১১:০১ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, সংগৃহীত চিত্র।

গাজীপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ‘জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম আর অনুশীলনের বিকল্প নেই। স্কাউটিংয়ের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে প্রতিফলন করা গেলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন, স্কাউটিং একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হাতে কলমে শিক্ষা দেয়। স্কাউটিংকে দেশসেবা ও মানবিক কল্যাণে কাজে লাগাতে হবে।’ শুক্রবার (১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল আয়োজিত ‘সুবর্ণজয়ন্তী রোভার মুট-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ স্কাউটস তার যাত্রাকাল থেকেই মূল্যবোধের অবক্ষয় এবং শিশু-কিশোর ও তরুণ-যুবকদের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক উন্নয়নের মাধ্যমে সৎ, সুন্দর, আদর্শ ও চরিত্রবান নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, তরুণ ও যুবকরা মানবসেবার মন্ত্র নিয়ে রোভারে দলে দলে যোগদান করে। ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সৎ, চরিত্রবান ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হয়। মন্ত্রী আরো বলেন, সুবর্ণজয়ন্তী রোভার মুট তথা যেকোনো ধরনের মুট হচ্ছে রোভারদের আনন্দময় এক মিলনমেলা। এখান থেকে অর্জিত প্রশিক্ষণ তারা ব্যক্তি জীবন এবং দেশ ও জাতির কল্যাণে কাজে লাগিয়ে থাকেন। আমি আশা করি, বাংলাদেশ স্কাউটস এর প্রত্যেক সদস্য জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক ‘সোনার বাংলাদেশ’ এবং আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

[wps_visitor_counter]