সাঈদা মুনা তাসনীমকে বিশেষ সম্মাননা প্রদান করেছে কমিউনিটি টিভি চ্যানেল এস

প্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০২৩ , ৬:৫৯ অপরাহ্ণ

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম, সংগৃহীত চিত্র।

যুক্তরাজ্য, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: যুক্তরাজ্যের কমিউনিটি টেলিভিশন ‘চ্যানেল এস’-এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলাদেশের গৌরবোজ্জল বিজয়ের ৫২তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সম্প্রতি লন্ডনে এক বিশেষ অনুষ্ঠানে সেদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের মর্যাদা ও গুরুত্ব বৃদ্ধির পাশাপাশি ব্রিটিশ-বাংলাদেশিদের জন্য হাইকমিশনের সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নীত করায় তাঁকে কমিউনিটি টিভি চ্যানেল এস এই বিশেষ সম্মাননা প্রদান করে। ‘চ্যানেল এস’-এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল এবং ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। এসময় ব্রিটিশ এমপি আপসানা বেগম, হাউস অব লর্ডস সদস্য ব্যারোনেস উদ্দিন ও নিউহামের নির্বাহী মেয়র রুকসানা ফাইয়াজ উপস্থিত ছিলেন। বিশেষ সম্মাননা প্রদানের জন্য হাইকমিশনার চ্যানেল এস-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই টিভি চ্যানেল প্রতিনিয়ত বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিসহ দেশ সম্পর্কে অনুষ্ঠান প্রচার করে বাংলাদেশের সাথে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশেষ করে নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের সেতুবন্ধ আরো সুদৃঢ় করছে।
এ অনুষ্ঠানে ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কয়েকশ’ আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]