থিম্পুতে ডি সুং স্কিলিং প্রোগ্রামের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রকাশিত : মার্চ ৩০, ২০২৪ , ৪:১৮ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভুটানের রাজধানী থিম্পুর তাবায় শুক্রবার (২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) ডি-সুং স্কিলিং প্রোগ্রাম (ডিএসপি)-এর প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
প্রশিক্ষণ কেন্দ্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। তারা ভুটানে চলমান অন্যতম দু’টি দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন কর্মসূচি ডি-সুং প্রোগ্রাম এবং ডি-সুং স্কিলিং প্রোগ্রাম সম্পর্কে প্রতিমন্ত্রীকে বিস্তারিত ব্রিফ করেন। পরে প্রতিমন্ত্রীকে প্রশিক্ষণ কেন্দ্রের সুযোগ-সুবিধাগুলো ঘুরিয়ে দেখানো হয়। সেখানে তিনি সিরামিক, মেটাল স্মিথিং এবং সোর্ড অ্যান্ড ব্লেড ওয়ার্কশপে প্রদর্শিত কারুশিল্প প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, ডি-সুং স্কিলিং প্রোগ্রাম হলো ভুটানের রাজার নির্দেশে ২০২১ সালে চালু হওয়া বিশেষ একটি প্রশিক্ষণ কর্মসূচি। যার মূল উদ্দেশ্য সেখানকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে সামর্থ্য ও দক্ষতা বৃদ্ধি করে অর্থবহ, উৎপাদনশীল এবং নেতৃত্ব দিতে সক্ষম করে গড়ে তোলা। এ বিশেষ কর্মসূচির আওতায় নেটওয়ার্কিং, ওয়েব ডেভেলপমেন্ট, ই-কমার্স, কাপেনট্রি, উডওয়ার্কস, লাইটিং ও বিদ্যুতের কাজে ব্যাচভিত্তিক বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

[wps_visitor_counter]