ব্রুনাই দারুসসালামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত : জানুয়ারি ১০, ২০২৪ , ৭:৪১ অপরাহ্ণ

বন্দর সেরি বেগাওয়ান, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ব্রুনাই দারুসসালামে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে উদ্‌যাপিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই উদ্দেশ্যে বুধবার (১০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বানী পাঠ করে শোনানো হয়। বাংলাদেশ হাইকমিশনার তাঁর বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে অভিহিত করেন এবং তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অপরিসীম গুরুত্ব ও তাৎপর্য সবার নিকট তুলে ধরেন। বাংলাদেশ নামক এই সুন্দর দেশটির অভ্যুদয়ে অগ্রণী ভূমিকা পালন করার জন্য তিনি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই সাথে বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

[wps_visitor_counter]