বাংলাদেশ উপ হাই কমিশন মুম্বাইয়ে জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৪ , ৯:৪৫ অপরাহ্ণ

মুম্বাই, ভারত, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাই-কমিশন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে বুধবার (১০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালিত হয়। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচির সূচনা করেন মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার চিরঞ্জীব সরকার। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার বাঙালি জাতির মুক্তির সংগ্রামে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, জাতির পিতা দেশকে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে মুক্ত ও স্বাধীন দেখতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা প্রতিষ্ঠায় এবং বর্তমান সরকারের রূপকল্প-২০২১ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। বিশেষ মোনাজাতে স্বাধীনতা সংগ্রামের সকল শহিদসহ জাতির পিতা এবং তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় দেশ ও জাতির শান্তি, উন্নতি ও চলমান বিশ্ব অস্থিতিশীল পরিস্থিতি হতে উত্তরণ এবং বিশ্বের সকল দেশি ও প্রবাসীদের কল্যাণ কামনা করা হয়। মুম্বাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপ-হাইকমিশনের কর্মকর্তা- কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]