মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে আসিয়ান বিশেষ দূতের সাক্ষাৎ

প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৪ , ৭:৪০ অপরাহ্ণ

মিয়ানমার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসিয়ান চেয়ারম্যানের বিশেষ দূত Alounkeo Kittikhoun শুক্রবার (১২ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলাদেশ দূতাবাসে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেনের সাথে সাক্ষাৎ করেন। লাওসে এবছর ১ জানুয়ারি থেকে আসিয়ান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পর Alounkeo Kittikhoun-কে মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ করে। বিশেষ দূত হিসেবে মিয়ানমারে এটিই তাঁর প্রথম সফর। রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকালে বিশেষ দূত মিয়ানমারের স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা ও অন্যান্য অংশীজনদের সাথে তাঁর আলাপের বিষয়বস্তু অবহিত করেন। তিনি মিয়ানমারের জন্য আসিয়ান প্রস্তাবিত Five-point Consensus বাস্তবায়ন এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন বিষয়ে আসিয়ান চেয়ারম্যানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। রাষ্ট্রদূত মিয়ানমারের রাখাইন স্টেট থেকে বাস্তু-চ্যুত ও বাংলাদেশে আশ্রিত ১ মিলিয়নেরও বেশি মানুষকে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে আসিয়ানের সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত ও আসিয়ান বিশেষ-দূত ২০২৪ সন জুড়ে এই বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে সম্মত হন। Alounkeo Kittikhoun লাওসের একজন অভিজ্ঞ কূটনীতিক যিনি ২০১৬-২০২০ পর্যন্ত লাওস প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রী হিসেবে এবং ১৯৯৩-২০০৭ পর্যন্ত জাতিসংঘে লাওসের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

[wps_visitor_counter]