বাংলাদেশ উপ হাইকমিশন মুম্বাইয়ে মহান শহিদ দিবস উদ্‌যাপন

প্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৪ , ৭:৪০ অপরাহ্ণ

মুম্বাই, ভারত, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করা হয়। দিবসটি উদ্‌যাপনে বুধবার (২১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। দিবসের প্রথমভাগে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বাণীপাঠ, আলোচনাসভা, বিশেষ মোনাজাত এবং অনুষ্ঠানের দ্বিতীয়ভাগে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মুম্বাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের উপ-হাইকমিশনার চিরঞ্জীব সরকার। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। দিবসের দ্বিতীয়ভাগে উপ-হাইকমিশন প্রাঙ্গণে সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে বাংলাসহ বিভিন্ন ভাষায় দেশাত্মবোধক সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। মুম্বাই-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণও সংগীত ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মুম্বাই-এর ডিপ্লোমেটিক কোরের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর (অবসরপ্রাপ্ত) বেশ কয়েকজন সদস্য, স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, উপ-হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]