নোয়াখালীতে পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত : জুন ১৬, ২০২২ , ১২:১১ পূর্বাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর কবিরহাটে পৃথক ঘটনায় দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বাটইয়া ইউনিয়নের চানপুর সাহা গ্রামে খেলা করার সময় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।
নিহতরা হলো উপজেলার সাহা গ্রামের লাল মিয়া সর্দার বাড়ির আবদুল করিমের ছেলে আবদুল কাইয়ুম ইমতিয়াজ (৮) ও একই বাড়ির সাইফুল ইসলামের ছেলে সামিউল বাসির (৭)। নিহতরা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই ছিল এবং তারা দুইজন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, বুধবার বিকালের দিকে দুই শিশু খেলতে বের হয়। সন্ধ্যার দিকে তাদের বাড়ির কোথাও দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন।একপর্যায়ে ঘরের পার্শ্ববর্তী পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। ওসি আরে জানায়,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে বুধবার সকালে উপজেলার কবিরহাট টু সোনাপুর সড়কের বাড়ি পুকুর নামক স্থানে অটোরিকশার চাপায় বিবি কুলসুম রিনা (৪৫)নামের এক গৃহবধূ নিহত হয়েছে। তিনি উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দলপুর গ্রামের লমি হাজী বাড়ির রফিক উল্যার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে গৃহবধূ রিনা রাস্তা পার হওয়ার সময় কবিরহাট টু সোনাপুর সড়কের বাড়ি পুকুর নামক স্থানে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কবিরহাট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) নাসরিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করে থানায় এনে রাখা হয়েছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে।

[wps_visitor_counter]