পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে নোয়াখালীতে প্রস্তুতি সভা

প্রকাশিত : জুন ১৬, ২০২২ , ৪:০৩ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আগামী ২৫ জুন ২০২২ তারিখে বহুল কাঙ্ক্ষিত পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন উপলক্ষ্যে নোয়াখালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এ সময় পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম( পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীন, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র শহিদুল্লাহ খান সোহেল, সিভিল সার্জন ডা: মাসুম ইফতেখার, এনএসআই-এর যুগ্ম পরিচালক আবু তাহের, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু সহ অনেকে বক্তব্য রাখেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, অফিসার ইনচার্জ, ফায়ার সার্ভিস, কারারক্ষী, জেলার সকল সরকারী- বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ, আনসার, এনজিও সংস্থার প্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন। আগামী ২৫ জুন ২০২২ তারিখ পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন অনুষ্ঠান উৎসব মুখর ও বর্ণাঢ্য ভাবে উদযাপন করার লক্ষ্যে সবাইকে প্রস্তুত থাকার আহবান জানানো হয়।

[wps_visitor_counter]