ঢাকা-ময়মনসিংহ রুটে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল

প্রকাশিত : জুন ২৯, ২০২২ , ২:১০ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ত্রিশালের আওয়লিয়ানগর রেল স্টেশনের আউটার সিগনালের কাছে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ময়মনসিংহ কেওয়াটখালী লোকো শেড থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন সরিয়ে নিলে ঘণ্টা-খানেক পর আবার শুরু হয় ট্রেন চলাচল। বুধবার (২৯ জুন) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ত্রিশালের আউলিয়ানগর স্টেশনের আউটার সিগনালের কাছে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার এ ঘটনা ঘটে। পরে পৌনে ৯টার দিকে ইঞ্জিন সরিয়ে নিলে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ সচল হয়। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের উপ-পরিদর্শক দীপক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলন, ‘বুধবার সকালে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি। পথে ত্রিশালের আউলিয়া নগর স্টেশনের আউটার সিগনালের কাছে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে খবর পেয়ে ময়মনসিংহ কেওয়াটখালী লোকো শেড থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন সরিয়ে নিলে ঘণ্টা-খানেক পর ট্রেন চলাচল আবার শুরু হয়। এ সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ব্রহ্মপুত্র ও গফরগাঁও রেলওয়ে স্টেশনে বলাকা ট্রেন আটকে ছিল বলেও জানান তিনি।’

[wps_visitor_counter]