ধামইরহাটে দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে আলোচনা সভা

প্রকাশিত : সেপ্টেম্বর ২৭, ২০২২ , ৮:৫৫ অপরাহ্ণ

মাসুদ সরকার, ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর ধামইরহাটে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এজ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় থানা চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী। উক্ত সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি, উপজেলা পূজা পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার, সাধারণ সম্পাদক রামজনম রবিদাস, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই চন্দ্র ধর, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা, সম্পাদক তাপস কুমার মহন্ত, সহ অত্র উপজেলার সকল পূজা মন্ডপের আয়োজকরা সভায় উপস্থিত ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে শক্ত-হাতে আইন-শৃংখলা রক্ষার অঙ্গীকার করেন এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। এ বছর এ উপজেলায় ৩২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে।আয়োজকরা জানান, সর্বজনিন এই উৎসবকে ঘিরে প্রতিটি মণ্ডপে মণ্ডপে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠু ভাবে উৎসবটি পালনে সহযোগিতা করছেন প্রশাসন। সাম্প্রদায়িক ও সম্প্রতি বজায় রেখে উৎসব মুখর পরিবেশে পূজার কাজ শেষ হবে এমনটায় আশা করছেন আয়োজকরা।

[wps_visitor_counter]