ঝিনাইদহ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত : অক্টোবর ৩, ২০২২ , ৮:৫২ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে নবনির্বাচিত ঝিনাইদহ পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের বরণ করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন ঝিনাইদহ পৌরসভার নবনির্বাচিত মেয়র কাইয়ৃম শাহরিয়ার জাহেদী হিজল ও ১২ জন কাউন্সিলর। সোমবার দুপুরে পৌরসভা হলরুমে মেয়র হিসেবে সব দায়িত্ব বুঝে নেন হিজল। পৌর প্রশাসক মোঃ ইয়ারুল ইসলাম দায়িত্ব হস্তান্তর করেন। তার আগে দু’লাইনে ফুল হাতে নিয়ে সকাল ১০টা থেকে অপেক্ষা করছিলেন ঝিনাইদহ পৌরসভার অর্ধশত কর্মকর্তা ও কর্মচারী। প্রহর গুনছিলেন নবনির্বাচিত জনপ্রতিনিধিদের আগমনের। অবশেষে অপেক্ষার অবসান হলো, আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় আসলেন নবনির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ। ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ৃম শাহরিয়ার জাহেদী হিজল’র নেতৃত্বে পৌর চত্বরে প্রবেশ করলেন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ। পৌরসভার প্রধান গেট হতে দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুলের পাপড়ি দিয়ে তাঁদের বরণ করেন পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর প্রশাসক মোঃ ইয়ারুল ইসলাম। অনুষ্ঠানে পৌরমেয়র কাইয়ৃম শাহরিয়ার জাহেদী হিজল’র বলেন, নির্বাচনের সময় আমি একটি ইস্তেহার ঘোষণা করেছিলাম।আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো এবং সেসব সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছি। আমি আগামী ৫ বছর চেষ্টা করবো আমার প্রতিশ্রুতি মতো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মেয়র বলেন, আমি আপনাদের সন্তান। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরসহ আমরা ঝিনাইদহ পৌরসভাকে একটি তিলোত্তমা শহর গড়ে তুলবো এবং উন্নয়নের পথে নিয়ে যাবো।পৌরবাসীর সকল সমস্যা সমাধানে আমরা নিজেদের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ হচ্ছেন ১ নং ওয়ার্ডে টিপু সুলতান, ২ নং ওয়ার্ডে মোঃ আবু বক্কার, ৩ নং ওয়ার্ডে আলাউদ্দীন জোয়ারদার লাড্ডু, ৪ নং ওয়ার্ডে শামসিল আরেফিন কায়সার, ৫ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম মধু, ৬ নং ওয়ার্ডে লিয়াকত হোসেন, ৭ নং ওয়ার্ডে মহিউদ্দীন, ৮ নং ওয়ার্ডে সাদেক আলী ও ৯ নং ওয়ার্ডে রেজাউল করিম রেজা। এছাড়াও মহিলা কাউন্সিলর ফারহানা রেজা আনজু, বুলবুলি বেগম ও সুফিয়া বেগম। এর আগে রবিবার (২অক্টোবর) সকাল ১০ টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত মেয়র কাইয়ৃম শাহরিয়ার জাহেদী হিজল, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর, ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী (এনডিসি)। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় ১১ বছর পর ঝিনাইদহ পৌরসভা নতুন পরিষদ পেলো। এ সময় ঝিনাইদহের সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। গত ১১ সেপ্টেম্বর ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আব্দুল খালেককে পরাজিত করে মেয়র নির্বাচিত হন কাইয়ুম শহরিয়ার জাহেদী হিজল। তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে ২৫ হাজার ৭’শ ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। উল্লেখ্য মামলা জটিলতায় ঝিনাইদহ পৌরসভার ভোট প্রায় ১১ বছর বন্ধ থাকার পর নির্বাচন কমিশন তফসীল ঘোষণা এবং গত ১৫ জুন নির্বাচনের তারিখ ধার্য করে। কিন্তু নৌকা সমর্থকদের হামলা ও ভয়ভীতির কারণে ১২ জুন নৌকার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। আদালতের মাধ্যমে আবারো নৌকার প্রার্থিতা ফিরে পান আব্দুল খালেক। অবশেষে গত ১১ সেপ্টেম্বর পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়।

[wps_visitor_counter]