নোয়াখালীতে বিএডিসি’র খাল কাটায় ঝুঁকিপূর্ণ পয়ে পড়েছে যানবাহন চলাচল

প্রকাশিত : অক্টোবর ৬, ২০২২ , ৬:০৮ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: এ যেন খাল কেটে কুমির আনা, জনগণের কল্যাণে করা কাজ এখন জনগণের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। নোয়াখালীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র অপরিকল্পিত খাল খননের ফলে বিভিন্ন সড়ক ভেঙ্গে খালে পড়ে যাচ্ছে। সড়ক ভেঙে খালে পড়ে যাওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ পয়ে পড়েছে। এতে দিন দিন বাড়ছে জনদূর্ভোগ। খালে ভেঙে পড়া সড়ক দ্রুত সংস্কারের করে ভোগান্তি লাগবের দাবী জানিয়েছে এলাকাবাসী। সরেজমিন গিয়ে জানা যায়, পতিত কৃষি ভূমি চাষের আওতায় আনার লক্ষে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প বিএডিসি নোয়াখালী সেচ কর্তৃপক্ষ বিভিন্ন খাল সংস্কারের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে ২০২১-২২ অর্থ বছরে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মৌলভীবাজার তিতাজোড়া খালসহ একাধিক খাল সংস্কার করা হয়। কিন্তু উক্ত খাল সংস্কারের কয়েক দিনের মধ্যেই সামান্য বৃষ্টিতেই খালের পাশের সড়ক ভেঙে খালে পড়ে যায়। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালিপনা কাজকেই দায়ী করছে স্থানীয়রা। আর এ বিষয়ে বিএডিসি কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ রয়েছে। সড়কের একাংশ ভেঙে খালে পড়ে যাওয়ায় ওই সড়ক দিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল করতে পারছেনা ঠিকমতো। এতে জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। অনিয়মের মাধ্যমে খাল খননের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও খালে ভেঙে পড়া সড়ক দ্রুত সংস্কার করে জনদূর্ভোগ লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসীর। স্থানীয় মাদ্রাসার শিক্ষকসহ এলাকাবাসী জানান, আমাদের উপকারের জন্য সরকার খাল কেটেছে ঠিক আছে। কিন্তু তাদের অপরিকল্পিত খাল কাটার কারণে এই খাল কাটা এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে কথা বলতে বিএডিসি নোয়াখালীর প্রকল্প পরিচালক নুর নবীর অফিসে গিয়ে পাওয়া যায়নি। মোবাইল কল করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পরে হোয়াটস আপে এসএমএস পাঠালেও তিনি উত্তর দেননি। নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শামছুদ্দিন জেহান ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএডিসির সব কাজেই অপরিকল্পিত এবং অনিয়ম রয়েছে। তারা স্থানীয়দের সাথে বা কর্তৃপক্ষের সাথে কোন প্রকার যোগাযোগ না করে নিজেদের ইচ্ছামতো কাজ করে। এতে উপকারের পরিবর্তে সাধারণ মানুষের অপকারই বেশি হয়ে থাকে। মৌলভী বাজার এলাকায় খাল কাটার ফলে সড়ক ভেঙে যাওয়ার বিষয়টি নিয়ে তিনি প্রকল্প পরিচালকের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন বলেও কথা জানান।

[wps_visitor_counter]