মৌলভীবাজারে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সভা

প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২২ , ১১:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে প্রবাসীদের বৈধভাবে রেমিট্যান্স (প্রবাসী আয়) প্রেরণে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সভায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার, জেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদসহ টেলিভিশন ও প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা । সূত্রে জানা গেছে, ২০০৫ সাল থেকে চলতি বছর পর্যন্ত ২লক্ষ ৫শত ২৪ জন প্রবাসীদের তালিকা করা হয়েছে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা গুলোর ইউএনও, ইউপি চেয়ারম্যানসহ সকলকে সম্পৃক্ত করা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ১০ জনের ঠিকানা সংগ্রহ করে বাড়ি গিয়ে ওয়ার্টআপ, ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্য নিয়ে কাজ শুরু করা হয়েছে। এর পর ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত প্রবাসীদের সাথে যোগাযোগ করে তাঁদেরকে উৎসাহিত করে হুন্ডি বা অবৈধ পথে যেন তাঁরা টাকা না পাঠান সে বিষয়ে অনুরোধ করা হয়েছে।

[wps_visitor_counter]