ডা. এস এ মালেকের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

প্রকাশিত : ডিসেম্বর ৭, ২০২২ , ৭:৪০ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর প্রথম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ইন্তেকালের সংবাদে মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ডা. এস এ মালেক চার সন্তানসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, ৬ দফা আন্দোলন, ভাষা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে ডা. এস এ মালেকের সক্রিয় অংশগ্রহণ স্মরণীয় হয়ে রয়েছে। ১৯৭৩ সালে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য, ১৯৯৬ থেকে ২০০১ সাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে তার ভূমিকা ভুলবার নয়।

[wps_visitor_counter]