চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৩ , ২:০৬ পূর্বাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আগামী ২০ ফেব্রুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জন অফিসের আয়োজনে ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্লোগান হচ্ছে, “ ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান”। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক ডা. শহিদুল ইসলাম, বিএমএ’র জেলা সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পাপিয়া সুলতানা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইপিআই সুপারিন্টেনডেন্ট আমিরুল মোমেনীন। ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম। সিভিল সার্জন তাঁর বক্তব্যে বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি জেলার ৫টি উপজেলা ও পৌরসভার ১১৫৬ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৯১ হাজার ৬’শ ১৪ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ৬ থেকে ১১মাস বয়সী ২৬ হাজার ৪৫৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।

[wps_visitor_counter]