তেঁতুলিয়ায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৩ , ১০:৫০ অপরাহ্ণ

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকের চাপায় তারেক রহমান (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। নিহত তারেক বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুল পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। রবিবার (০৯ এপ্রিল) বিকেলে তেঁতুলিয়ায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা সেতু সংলগ্ন এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, ভজনপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বুড়াবুড়ি ফিরছিলেন তারেক। পথিমধ্যে ভেরসা সেতু পার হলে মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। এতে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়-গামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে তার সংঘর্ষ হলে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ঘাতক ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।