প্রেস কাউন্সিল আইন সংশোধন এবং অপ সাংবাদিকতা রোধে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন

প্রকাশিত : মে ১৮, ২০২৩ , ৭:৩০ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেছেন, প্রেস কাউন্সিল আইন সংশোধন ও অপ-সাংবাদিকতা রোধে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন রয়েছে। বর্তমানে প্রেস কাউন্সিল আইনে শাস্তি হলো তিরস্কার করা। মঙ্গলবার (১৬ মে ২০২৩) দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত মৌলভীবাজার সার্কিট হাউসের হল রুমে প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিল আইন-১৯৭৪, আচরণবিধি এবং তথ্য অধিকার আইন-২০০৯ অবহিতকরণ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ আইনের সংশোধন এনে জরিমানার বিধান চালু করে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব করেন। প্রেস কাউন্সিলের বর্তমান আইন অনুযায়ী একজন সাংবাদিক অপরাধ করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রেস কাউন্সিলের সীমাবদ্ধতা রয়েছে। তাই অনেকেই প্রেস কাউন্সিলে অভিযোগ করতে নিরুৎসাহিত হন। ফলে সংশ্লিষ্ট ভুক্তভোগী আদালতের দারস্থ হন। তিনি বলেন- অপ-সাংবাদিকতা থেকে বেরিয়ে আসতে হবে। অপ-সাংবাদিকতা রোধে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন রয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে আয়োজিত সেমিনার ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপ সচিব মাসুদ খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন। মুক্ত আলোচনায় অংশ নেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই জেলা প্রতিনিধি এম এ সালাম, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস.এম উমেদ আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ফেরদৌস তমাল দুলাল, এখন টিভির জেলা স্টাফ রিপোর্টার এমএ হামিদ, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি এ এস কাঁকন, এস এ টিভির জেলা প্রতিনিধি হোসাইন আহমদ প্রমুখ। সেমিনার ও মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]