মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

প্রকাশিত : মে ২২, ২০২৩ , ৮:৫১ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ই-মিউটেশন, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়, পর্চার আবেদন, ডাক বিভাগের মাধ্যমে পর্চা সরবরাহ, দলিলের সাথে নামজারির ই-সংযোগ, ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারের মাধ্যমে ১৬১২২ ডায়াল করে ভূমি সেবা গ্রহণ, স্মার্ট ভূমি নকশা প্রণয়নসহ ভূমি বিষয়ক অন্যান্য সেবা নিয়ে (২২-২৮ মে) সারা দেশ ব্যাপী পালিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ । কয়েকজন সেবা গ্রহীতার সাথে কথা বলে জানা যায়, অনলাইনে নামজারির আবেদন করে মাত্র ১৫-১৬ দিনে নামজারি পর্চা হাতে পেয়েছেন তারা। ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের সুযোগ তৈরি হওয়ায় সহজে নামজারি ও ভূমি উন্নয়ন কর প্রদানের সুবিধা পাচ্ছেন নাগরিকগণ। সহকারী কমিশনার (ভূমি), সাদিয়া সুলতানা’র সাথে কথা বলে জানা যায়, বর্তমানে উপজেলা ভূমি অফিস, মৌলভীবাজার সদরে নামজারি সেবা প্রদানের গড় সময় মাত্র ২৩ দিন। মৌলভীবাজার সদর উপজেলার সকল হোল্ডিং অনলাইনে অনুমোদিত হওয়ার ফলে সহজেই অনলাইনে মোবাইল ব্যাংকিং কিংবা ব্যাংক কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন সেবা গ্রহীতাগণ। মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় ১ম থেকে ৩য় পর্যায়ে মোট ৮শত ৬০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এবং পুনর্বাসনের কাজ চলমান আছে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সপ্তাহ ব্যাপী জনসাধারণকে অবহিতকরণ এবং তাৎক্ষনিক সেবা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে উদযাপন করা হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৩। এ উপলক্ষে সোমবার (২২ মে) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সেখানে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোঃ আব্দুল হক। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান জেলার গণ্যমান্য লোকজন। এছাড়াও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ উপকার-ভোগীরা উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]