নওগাঁর পত্নীতলায় কারিতাসের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৩ , ৭:৩৪ অপরাহ্ণ

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আওতাধীন সিএমএলআরপি-২ প্রকল্পের সহযোগিতায় উপজেলার আকবরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার আয়মূলক কার্যক্রমের অংশ-হিসেবে ১৩৮জন উপকার-ভোগীর মাঝে ৪ লাখ ৮৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কারিতাস রাজশাহী অঞ্চল সিএমএলআরপি-২ প্রকল্প কর্মসূচি কর্মকর্তা একরামুল হকের সঞ্চালনায় ও কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি ডেভিড হেম্ব্রম এর সভাপতিত্বে উক্ত আর্থিক সহায়তা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান, আকবরপুর ইউপির চেয়ারম্যান ওবাইদুল ইসলাম চৌধুরী সহ উপকার-ভোগী ও সূধীজন প্রমুখ। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আয়মূলক কার্যক্রমের অংশ-হিসেবে ১৩৮জন উপকার-ভোগীর মধ্যে ১২৫ জন গ্রাম্য জনগণকে আয়মূলক কার্যক্রম (ছাগল পালন, সমন্বিত সব্জি চাষ, ফল বাগান, হাঁস-মুরগি পালন, ভার্মিকম্পোস্ট উৎপাদন ইত্যাদি) এর জন্য সাড়ে ৩ হাজার টাকা করে মোট ৪ লাখ ৩৭ হাজার ৫শ টাকা এছাড়া আরও ১০ জনকে অনফার্ম কার্যক্রমের জন্য আড়াই হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা ও ৩ জন প্রতিবন্ধীকতা সম্পন্ন ভাই-বোনকে সাড়ে ৭ হাজার টাকা করে মোট ২২ হাজার ৫শ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

[wps_visitor_counter]