চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্রসহ ১৩ মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত : জুন ১৮, ২০২২ , ৬:১৫ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৩ মামলার পলাতক আসামী গোলাম রাব্বানী (৪০) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে শিবগঞ্জ পৌর এলাকার মরদানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ হতে ৩টি ওয়ান শুটার গান, ২টি দেশীয় অস্ত্র ও ১টি ককটেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত গোলাম রাব্বানী উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহরমপুর হঠাৎপাড়ার আব্দুল লতিফের ছেলে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল শুক্রবার রাতে শিবগঞ্জ পৌর এলাকার মরদানা মহল্লায় এরফানের পরিত্যক্ত টিনের বাড়ীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ গোলাম রাব্বানীকে গ্রেফতার করে। এর আগেই রাব্বানীর নামে ৮ টি বিস্ফোরক দ্রব্য আইনে, ২টি অস্ত্র ও ৩টি মারামারি মামলাসহ মোট ১৩ টি মামলা রয়েছে। পরিত্যক্ত টিনের ঘরে থেকেই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত বলেও জানিয়ে র‍্যাব। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহমেদ জানান, গোলাম রাব্বানীকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[wps_visitor_counter]