ডাচ-বাংলা ব্যাংক এজেন্টের কাছ থেকে ১৯ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত : জুন ২০, ২০২২ , ৫:০৯ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এর এজেন্টের কাছ থেকে ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার চৌমুহনী বাজারের বাড়ি পোল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। চৌমুহনী ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর মাস্টার এজেন্ট সাইফুল বাসার বলেন, প্রত্যেক উপজেলায় ডাচ-বাংলা ব্যাংকিংয়ের একটি করে মাস্টার এজেন্ট পয়েন্ট থাকে। আমরা বেগমগঞ্জ উপজেলার ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর মাস্টার এজেন্ট পয়েন্ট। আমরা সকল স্থানীয় ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট পয়েন্ট গুলোতে টাকা সরবরাহ করে থাকি। প্রতিদিনের ন্যায় চৌমুহনী ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং মাস্টার এজেন্টের ১৯ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ডিএসআর মোজাম্মেল হক জামসেদ (৩৮)। টাকা গুলো উত্তোলন করে সে স্থানীয় ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট পয়েন্ট গুলোতে বিতরণ করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। যাত্রা পথে সে চৌমুহনীর আটিয়া বাড়ি পোল এলাকায় পৌঁছলে তিনজন যুবক মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে ১৯ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছি। অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো.নাজমুল হাসান রাজীব বলেন, অভিযোগ পেয়ে আমি নিজেই তদন্ত করতে ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

[wps_visitor_counter]