ধামইরহাটে মাদক প্রক্রিয়াজাতের সময় মাদ্রাসা শিক্ষক ইউপি সদস্যসহ ৪ জন গ্রেফতার

প্রকাশিত : জুন ২১, ২০২২ , ৫:৪১ অপরাহ্ণ

মাসুদ সরকার, ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মাদক প্রক্রিয়াজাতকরণের সরঞ্জামাদিসহ মাদ্রাসা শিক্ষক ইউপি সদস্যসহ ৪জন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে। নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অধিনায়ক লে: কর্নেল মোঃ হামিদ উদ্দিন পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীরা চোরাচালানের মাধ্যমে ভারত থেকে চোরাই পথে মাদকদ্রব্য এনে তা প্রক্রিয়াজাতের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২০ জুন) বিকেলে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার তপন কুমারের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় সীমান্ত পিলার ২৭৩ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার রূপনারায়ানপুর গ্রামের ওয়াজ মিয়ার ছেলে ওয়াহেদুল ইসলাম ভুন্ডুল (২৬) এর বাড়িতে অভিযান চালান। এ সময় মাদকদ্রব্য ও মাদক প্রক্রিয়াজাত করণের সরঞ্জামাদিসহ ৪জন মাদক চোরাকারবারিকে আটক করে। আটককৃত অন্যান্যরা হলেন, জয়পুরহাট জেলার জয়পুরহাট সদরের দৌগাছি ইউনিয়ন পরিষদের সদস্য মৃত হাজি কমেজ উদ্দিনের ছেলে শাহাদুল ইসলাম (৪৫), জয়পুরহাট উপজেলার পেঁচুলিয়া (বোর্ড ঘর) গ্রামের মৃত বদিউজ্জামান মন্ডলের ছেলে মুজাহিদপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন সবুজ (৪৬), একই গ্রামের লোকমান আলীর ছেলে পোল্ট্রি ফার্ম মালিক আনিছুর রহমান (৪১) ও মৃত মোখলেছুর রহমানের ছেলে কৃষক গোলাম রব্বানী (৪৬)। অধিনায়ক আরো জানান, আটককৃতদের ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গনপতি রায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দৌগাছি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর তিন জনকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালতের রায়ের পরে সন্ধ্যায় তাদের জেলখানায় প্রেরণ করা হয়েছে।

[wps_visitor_counter]