বেগমগঞ্জে প্রবাসীর বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট

প্রকাশিত : জুলাই ২৭, ২০২২ , ৬:১৫ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে সম্পত্তি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে প্রবাসী ছায়েদল হক কামালের বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশী বেলাল হোসেনের বিরুদ্ধে। উপজেলার চৌমুহনী পৌর আলীপুর গ্রামের উম্মেদ আলী হাজী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করলেও পুলিশ এখনো কোন আসামীকে গ্রেফতার করেনি। মামলা করার পর উল্টো সন্ত্রাসীদের হুমকিতে জীবনের নিরাপত্তা-হীনতায় ভুগছে প্রবাসী কামাল ও তার পরিবারের সদস্যরা। বুধবার সকালে সরেজমিন গিয়ে জানা যায়, সম্পত্তি দখলের উদ্দেশ্যে গত ২০ জুলাই সকালে প্রতিবেশী আবুল বাশারের পুত্র বেলাল হোসেন একদল সন্ত্রাসী নিয়ে প্রবাসী কামালের বাড়িতে হামলা চালায়। তারা কামালের বসত ঘরে ব্যাপক ভাংচুর, নগদ টাকা, স্বর্ণ অলংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। বাঁধা দেওয়ায় কামালের স্ত্রীসহ তিন জনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় প্রবাসী কামালের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে বেলাল হোসেনসহ ৬ জনের নামে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন। কিন্তু পুলিশ এখনো কোন আসামীকে গ্রেফতার করেনি। ঘটনার পর থেকেই সন্ত্রাসীদের উল্টো হুমকিতে আতঙ্কের মধ্যে রয়েছে ওই প্রবাসীর পরিবার। প্রবাসী কামালের স্ত্রী ও মামলার বাদী খাদিজা বেগম জানান, আমাদের সব কিছু তছনছ করে ফেলেছে। আমার স্বামীর জমানো টাকা, ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। মামলা করায় উল্টো হুমকি দিচ্ছে। আমরা ন্যায় বিচার চাই। এ ঘটনায় বক্তব্য নিতে অভিযুক্ত বেলালকে বাড়িতে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, হামলার ঘটনায় প্রবাসীর স্ত্রী থানায় মামলা করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। হুমকির বিষয়ে তিনি বলেন, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।

[wps_visitor_counter]