হরিণাকুন্ডুতে জসিম হত্যা মামলায় স্ত্রীসহ ২জন গ্রেফতার

প্রকাশিত : নভেম্বর ১৮, ২০২২ , ৬:০৮ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভালকী গ্রামের জসিম উদ্দীন হত্যার ২৪ ঘন্টা পার না হতেই হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই হত্যার সাথে জড়িত তার স্ত্রী রিতা খাতুন এবং প্রতিবেশী মালেককে গ্রেফতার করেছে। শুক্রবার (১৮নভেম্বর) বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে আসামীদের গ্রেফতার এবং হত্যার রহস্য উদঘাটনের বিষয়টি নিশ্চিত করেছে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের ভালকী গ্রামের নবিছদ্দীনের ছেলে জসিমের লাশ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) তার বাড়ির পাশের মেহগনী বাগান থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশীদ (১৭নভেম্বর) ভাবি রিতা খাতুনের নামে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের সূত্র ধরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে জসিমের স্ত্রী রিতা কে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে রিতা খাতুন প্রতিবেশী জালাল মন্ডলের ছেলে মালেকের সহযোগিতায় তার স্বামীকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করে। ওসি আরও জানান, নিহত জসিম একাধিক পরকীয়ার সাথে জড়িত ছিলো। পরকীয়ায় বাধা দিলে জসিম স্ত্রী কে শারীরিক ভাবে নির্যাতন করতো। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রতিবেশী মালেকের সহযোগীতায় স্বামী জসিমকে হত্যার পরিকল্পনা করে। হত্যার দিন (১৭নভেম্বর) রাতে দুধের সাথে চেতনা-নাশক ওষুধ মিশিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। ঘুমন্ত জসিমকে মালেকের সহযোগিতায় বাড়ীর পাশের মেহগনী বাগানে নিয়ে গিয়ে গলাই ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করে। তার স্ত্রীর স্বীকারোক্তি মোতাবেক পুলিশ শুক্রবার সকালে মালেককে আটক করে।

[wps_visitor_counter]