ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

প্রকাশিত : মার্চ ১৫, ২০২৩ , ১:৫২ পূর্বাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলে থাকা প্রায় ১৭ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। এ সময় সাইফুল ইসলাম খান (৩৫), পিতা-মমিনুল হক, মাতা- আক্তারের নেছা, গ্রাম-নাজিরপুর, উপজেলা-বেগমগঞ্জ, নোয়াখালীকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয়। আদালত সূত্র জানায়, বেগমগঞ্জ উপজেলার পৌরসভার অন্তর্ভুক্ত আলীপুর মৌজার ৫৭.৫৬ শতক ১নং খাস খতিয়ান-ভুক্ত জমি উদ্ধার, খাস জমি ভরাটের জন্য ব্যবহৃত আনুমানিক ১ লক্ষ ৯ হাজার ঘনফুট বালু জব্দ, জব্দকৃত বালু ৪ লক্ষ ৫২ হাজার টাকার প্রকাশ্য নিলাম এবং অবৈধ কার্যক্রম পরিচালনার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ আইনের আওতায় অভিযুক্ত সাইফুল ইসলাম খানকে ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ এবং জরিমানার অর্থ আদায় করা হয়। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি), সার্ভেয়ার, পৌর তহশিলদার এবং থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত।

[wps_visitor_counter]