৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাট লাদেন গ্রেফতার

প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৩ , ১১:০৮ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সীমান্তবর্তী চরআলাতুলী ইউনিয়নের কোদালকাটি গ্রামে র‌্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে ৭ কোটি ১৩ লাখ টাকা মূল্যের ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইন একজনকে আটক করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী চরআলাতুলী ইউনিয়নের কোদালকাটি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ শফিকুল ইসলাম লাদেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় র‌্যাব সিপিসি ক্যাম্পে র‌্যাব -৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল রিয়াজ শাহরিয়ার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৫ এর একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী চরআলাতুলী ইউনিয়নের কোদালকাটি গ্রামের মোঃ শফিকুল ইসলাম লাদেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে বাড়ির টয়লেটের ট্যাংকের পেছনে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ লাদেনকে আটক করে। আসামীর বাড়ি দুর্গম সীমান্ত সংলগ্ন হওয়ায় এই অভিযানে ৫৩ বিজিবি’র পোল্লাডাঙ্গা ক্যাম্পের সহযোগিতা নেয়া হয়। তিনি আরো জানান, ধৃত আসামী লাদেন ঐ অঞ্চলের হেরোইন আমদানির গডফাদার হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হেরোইন বেচা-কেনার অভিযোগে তার নামে ৪ টি মামলা চলমান রয়েছে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়।

[wps_visitor_counter]