ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত গ্রেফতার

প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৩ , ১১:২৫ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়নের ডাংরি এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহার করা হয় এমন ১টি প্রাইভেট-কার ও বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে-ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পূর্ব দরিল্লা গ্রামের মৃত আঃ রহিমের ছেলে রিপন মিয়া (৩৫), মৃত ইদ্রিস আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৩৪) এবং গয়েশপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৩০),জেলার ভালুকা উপজেলার ভরাডুবা গ্রামের মাসুদ মিয়ার ছেলে মো. হোসেন (২১), ত্রিশাল উপজেলার আমির বাড়ি মোল্লাপাড়া গ্রামের আতাব উদ্দিন মোল্লার ছেলে মো. পারভেজ মোল্লা (১৮) ও হাসান মিয়ার ছেলে তামিম (১৮) এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দুপুরিয়া গ্রামের আবুল খায়েরের ছেলে মো. জহিরুল ইসলাম (২১)। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ এ সত্যতা নিশ্চিত করে বলেন,বুধবার(১২ এপ্রিল) দিনগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানার (ওসি তদন্ত) ওবায়দুর রহমানের নেতৃত্বে সাত ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাত দলের নিকট থেকে একটি প্রাইভেট-কার, ১টি কিরিছ, ১টি ছুরি, ১টি টর্চ লাইট, দু’টি চাপাতি ও ৪টি দড়ি সহ ডাকাতির অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। নান্দাইল মডেল থানার (ওসি তদন্ত)ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে একদল ডাকাত প্রাইভেট-কার যোগে ডাংরি এলাকায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে এর সত্যতা মেলে। গ্রেফতারকৃত সাত ডাকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ বলেন, ঈদকে সামনে রেখে অপরাধীদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। তাই আইনশৃঙ্খলার অবনতি হয় এরকম সব ধরনের অপরাধ দমনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত ৭ ডাকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

[wps_visitor_counter]