বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে অভিভাবকদের মানববন্ধন

প্রকাশিত : জুন ২৭, ২০২২ , ৭:১৩ অপরাহ্ণ

বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:ঠাকুরগাঁও সদর উপজেলার খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের না জানিয়ে পকেট ম্যানেজিং কমিটি গঠন করায় কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দের আয়োজনে সোমবার সকালে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে স্কুলের অভিভাবক ফকরুল ইসলাম, হাসিনুর রহমান, আব্দুর রউফ, আব্দুল করিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন এবং কমিটি বাতিলের দাবিতে তারা বক্তব্য প্রদান করেন। বক্তব্যে অভিভাবকরা বলেন, স্কুলের প্রধান শিক্ষক কোন অভিভাবককে না জানিয়ে নিজের ইচ্ছা মত পকেট কমিটি গঠন করেছে। এর আগেও প্রধান শিক্ষক তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে যা ইচ্ছা তাই করেছে। এবার কমিটি গঠনে কোন অভিভাবককে জানানো হয় নাই। সেজন্য আমরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি এর বিরুদ্ধে। আজ আমরা মানববন্ধনের মাধ্যমে দ্রুত কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি।
ম্যানেজিং কমিটির সভাপতি দাওদুল ইসলাম বলেন, আইন মতে নিয়ম মেনে আমরা কমিটি গঠন করেছি। কিছু অভিভাবকের এই কমিটি নিয়ে সমস্যা রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করবো আমরা।

[wps_visitor_counter]