প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২২ , ৭:০২ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রতিবাদে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে গোমস্তাপুর নিমতলা কাঁঠাল গ্রামের গোমস্তাপুর গার্লস একাডেমির মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবৈধ কমিটি গঠন ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে গোমস্তাপুর গার্লস একাডেমির প্রধান শিক্ষক মো. আব্দুল অহাবের অপসারণ দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা বুলবুল আহমেদ, শ্রী সোহেল বারফোড়, মতিউর রহমান, অভিভাবক মো. খলিল। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য নেজামুদ্দিন, বাক্কার হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও বর্তমান ইউপি সদস্য সাদিকুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী আজিজুল হক, অভিভাবক লাল সুন্দর দাস, প্রভাষক মো. কামরুজ্জামানসহ অন্যান্যরা।

[wps_visitor_counter]