শিক্ষক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী

প্রকাশিত : অক্টোবর ২৭, ২০২২ , ৬:১৮ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিক্ষক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী হয়েছে । ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকালে জেলার হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক ও নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, হরিমোহন সহকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মুরশেদ, নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবিরসহ অন্যরা। র‍্যালীতে অংশ নেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, দেবীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিনুর রহমান, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ, নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দল্লাহিল কাফি, আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শফিকুল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সরকারী-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকগণ ও শিক্ষার্থীরা।

[wps_visitor_counter]