নোবিপ্রবিতে দুই দিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ ও কর্মশালার উদ্বোধন

প্রকাশিত : নভেম্বর ১, ২০২২ , ৭:০১ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী “Training and Workshop on Outcome Based Education (OBE) Curriculum” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ নভেম্বর ২০২২) নোবিপ্রবি ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার সার্বিক পরিচালনায় রয়েছেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার, সিএসটিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসাদুন নবী ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আরিফুর রহমান। প্রশিক্ষণে নোবিপ্রবির বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগ, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগ, সমাজ বিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

[wps_visitor_counter]