নবান্ন উৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২২ , ৬:৫৫ অপরাহ্ণ

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ধান কাটা-মাড়ার পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি উৎসব হলো নবান্ন উৎসব। প্রতি বছরের ন্যায় এ বছর ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব পালন করা হয়েছে।
বুধবার দিনগত রাতে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই উৎসব পালন উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। উৎসবে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নিয়ে লোক সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। সাংস্কৃতিক সন্ধ্যায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গ্রামীণ আবহে পরিবেশিত এ অনুষ্ঠান উপভোগ করেন।

[wps_visitor_counter]