জাতীয় কবি নজরুলের ১২৪ তম জন্মবার্ষিকী বিরামপুরে পালিত

প্রকাশিত : মে ২৫, ২০২৩ , ১০:০৭ অপরাহ্ণ

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৪তম জন্মবার্ষিকী-২০২৩ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এঁর সঞ্চালনায় ও উপজেলা প্রশাসন বিরামপুর, দিনাজপুর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুণ্ডু, সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, বাংলা বিভাগের প্রধান ড. খায়রুল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ-সভাপতি জালাল উদ্দীন রুমি, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সুলতান মাহমুদ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, সূধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক-বৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকবৃন্দ ও শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

[wps_visitor_counter]